Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ষ্টেডিয়াম + অডিটরিয়াম+ইলিয়ট ব্রীজ
বিস্তারিত

সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর এলাকায় শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়াম অবস্থিত। এর দর্শক ধারন ক্ষমতা প্রায় ৮০০০। শহীদ মহকুমা প্রশাসক একে শামসুদ্দীন এর স্মরনে এর  নামকরণ করা হয়। জেলা এবং বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার ভেন্যু হিসেবে এ ষ্টেডিয়ামটি বিশেষ পরিচিতি লাভ করেছে।

 

শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী অডিটরিয়াম টি জেলা প্রশাসকের কার্যালয় হতে অত্যন্ত সন্নিক্যটে অবস্থিত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয় এর অর্থায়নে নির্মিত এ অডিটরিয়ামটির সুপরিসর অবয়বে প্রায় সহস্রাধিক দর্শক একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারে।

 

সিরাজগঞ্জ শহরের কাটাখালি নদীর উপর অবস্থিত। ইলিয়ট ব্রীজ ব্রিটিশ আমলে নির্মিত  হয়। মধ্যবর্তী পিলার বিহীন সুপ্রাচীন এই ব্রীজটি সিরাজগঞ্জ শহরের একটি দর্শনীয় স্থান।