নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তির সংগ্রামের সোপানসমূহ সঠিকভাবে তুলে ধরার জন্য জেলা প্রশাসনের উদ্দ্যোগে নির্মাণ করা হয়েছে "মুক্তির সোপান" নামে একটি স্মৃতির মিনার। সিরাজগঞ্জ পৌরসভার বাজার ষ্টেশন কড়িতলায় নির্মিত মুক্তির সোপান ও কেন্দ্রীয় শহীদ মিনার মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতির এক অনন্য নিদর্শন। জেলা প্রশাসনের উদ্যেগে স্থানীয় জনসাধারণের অকুন্ঠ সহযোগিতায় ২০১২ সালে নির্মিত হয়। এখানে দুর দুরান্ত থেকে অনেক ছাত্র/ছাত্রী এবং পর্যটক এসে এক নজর দেখা এবং বিকাল বেলায় অবসর সময়ে বসে থাকে এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ও মেলার আয়োজন করে থাকে। এখানে বিভিন্ন সময়ে নানা রকম অনুষ্ঠান হয় এটি সিরাজগঞ্জের একটি অন্যতম সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস