খেলাধুলাঃ
আন্তঃউপজেলা ফুটবল টুনামেন্ট-২০১৩ এর চ্যাম্পিয়নশীপ অর্জনঃ-
গত ১৭/০৮/২০১৩ ইং তারিখ হতে ১৩/০৯/২০১৩ ইং তারিখ পর্যন্ত সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃউপজেলা ফুটবল টুনামেন্ট-২০১৩ এ সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল টিম অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৩ঃ
গত ১৩/০৭/২০১৩ সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বিল্লাল হোসেন, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিরাজগঞ্জ, উপজেলা নিবার্হী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ। বালক দলের ফাইনাল খেলায় কাওয়াকোলা ইউনিয়নের মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়দাবাদ ইউনিয়নের ক্ষিদ্র মাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দিতা করে। খেলায় ক্ষিদ্র মাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
আন্তঃজেলা জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৩ঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্বাবধানে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃজেলা ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৩ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের ০২ টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ ও পাবনা ভেন্যু। সিরাজগঞ্জ ভেন্যুতে পাবনা জেলা দল ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস