উত্তর বঙ্গের প্রবেশ দার যমুনা বিধৌত সিরাজগঞ্জ সদর উপজেলায় আপনাকে স্বাগতম
যমুনা নদীঃ সিরাজগঞ্জ জেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এদের মধ্যে প্রধান হচ্ছে নদী যমুনা । উহার উপরেই অবস্থিত ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু।
হুরাসাগরঃ আত্রাই -বড়াল এবং ফুলজোড়(বাঙ্গালী-করতোয়া)এর সম্মিলিত স্রোতাধারা ।চলন বিলের পূর্বপ্রান্তে চাঁচকইর নামক স্থানে গুমানী নদী গুর নদীর সঙ্গে মিলিত হয়ে গুমানী নামে প্রবাহিত হয় । চাটমোহরের পূর্ব দিকে এসে এটি বড়াল এর সঙ্গে মিলিত হয়ে বড়াল নামে প্রবাহিত হয়েছে ।চাটমোহর থেকে প্রায় ৪৮কিমি পূর্ব দক্ষিণে বাঘাবাড়ীর কাছে এই আত্রাই বড়াল নদী তার বামতীরে ফুলঝড় নদীকে ধারণ করে এবং মিলিত প্রবাহ হুরাসাগর নাম ধারণ করে পূর্ব দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে ।
১। যমুনা
২।করতোয়া
৩।ফুলজোড়
৪।ইছামতি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস